Posts

Showing posts from June, 2021

নিখোঁজ ইসলামি বক্তা ত্ব-হা ফিরেছেন

Image
 রাতে আদালতে জবানবন্দির পর পরিবারের কাছে হস্তান্তর * বাড়িতে ফিরে আসার পরও পরিবারের গোপনীয়তা ইসলামি বক্তা হিসাবে পরিচিত আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিখোঁজের ৮ দিন পর ফিরে এসেছেন। ব্যক্তিগত কারণে আত্মগোপন করেছিলেন বলে তিনি পুলিশকে জানিয়েছেন। শ্বশুরবাড়িতে ফিরে আসার পর পুলিশ তাকে হেফাজতে নেয়। এছাড়া তার তিন সঙ্গীকেও হেফাজতে নেওয়া হয়। সন্ধ্যায় তাদের আদালতে হাজির করা হয় জবানবন্দি নেওয়ার জন্য। রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আবু মারুফ হোসেন শুক্রবার ডিবি কার্যালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান। রাতে রংপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএম হাফিজুর রহমানের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার পর নিজ নিজ জিম্মায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।  ব্রিফিংয়ে জানানো হয়, ১০ জুন নিখোঁজের সময় ত্ব-হা রাজধানীর মিরপুরে অবস্থান করছিলেন। তখন রাত ২টা ৩৭ মিনিট। সর্বশেষ কথা হয়েছিল তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার সারার সঙ্গে। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে সেখান থেকে ব্যক্তিগত প্রাইভেট কারে রংপুরের উদ্দেশে রওয়ানা দেন। তার সফর সঙ্গী ছিলেন বগুড়া জেলার শিবগঞ্জের বাসিন্দা মোহাম্মদ ফিরোজ আলম, গাড়িচালক

সুযোগ হাতছাড়া করে আক্ষেপে পুড়ছেন জেমি ডে

Image
 ভারতের বিপক্ষে হারার পেছনে প্রস্তুতির ঘাটতি নয়, বরং বল পজেশন ধরে রাখতে না পারা আর সু্যোগ হারানোকেই দায়ী করছেন বাংলাদেশ কোচ জেমি ডে। কঠিন ম্যাচে উতরাতে পারেনি শিষ্যরা। আর ভারত কোচের দাবি, জয়টা প্রাপ্য ছিল তার দলের। ক্রোয়েশিয়ার সাবেক এই কোচ অবশ্য জয়ের কৃতিত্ব দিয়েছেন শিষ্যদের। ম্যাচ শেষে জেমি ডে বলেন, 'আমারা পজেশন ধরে রাখতে পারিনি। হেরে যাওয়ার পেছনে এটাই মূল একটা কারণ বলে মনে হয়। সাথে দুটো সুযোগ হারিয়েছি। হাফ চান্সগুলোও কাজে লাগাতে পারিনি। ম্যাচটা কঠিনও ছিল আমাদের জন্য।' আর ভারত কোচ ইগর স্টিমাচ জয়টা নিজেদের প্রাপ্য বলেই মনে করেন। তিনি বলেন, 'আমার মনে হয় জয়টা আমাদেরই প্রাপ্য ছিল। এটা বলার অপেক্ষায় রাখে না। ৯০ মিনিটের লড়াইয়ে সেটাই প্রমাণ হয়েছে। ছেলে মাঠে দুর্দান্ত খেলেছে। পুরো কৃতিত্ব তাদের।' ৭ ম্যাচে ২ ড্র ও ৫ হারে ২ পয়েন্ট নিয়ে তালিকার সবার নিচে বাংলাদেশ। সমান ম্যাচে ১ জয়, ৩ ড্র ও ৩ হারে ৬ পয়েন্ট নিয়ে পাঁচ দলের মধ্যে তৃতীয় স্থানে উঠে এল ভারত। ৭ ম্যাচে ৬ জয় ও ১ ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে কাতার। ১৫ জুন বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্

চট্টগ্রামে শনাক্তের হার ১২ শতাংশের বেশি

Image
 চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় দুজন মারা গেছেন। একই সময়ে নতুন করে ১২৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ১২ দশমিক ৩৬ শতাংশ। আজ মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৫৪ হাজার ২২১ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৬৩১ জন। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৩ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৮৯ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৪০ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই ব্যক্তির একজন নগরের, অপরজন উপজেলার বাসিন্দা। চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৪৪৯ জনের মৃত্যু হয়েছে নগরে। বিভিন্ন উপজেলায় মারা গেছেন ১৮২ জন।  আগের দিন রোববার চট্টগ্রামে করোনায় দুজন মারা যান। এদিন ৪৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। ৬০ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল প্রায় ১৩ শতাংশ।  চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপ