Posts

Showing posts from June, 2020

হোয়াটসঅ্যাপ vs ফেসবুক মেসেঞ্জার: চ্যাটিং এর জন্য কোনটি বেটার

Image
সোশাল নেটওয়ার্কিং এর সবচেয়ে জনপ্রিয় বিষয়টি হলো চ্যাটিং। বর্তমানে অনলাইন চ্যাটিং এর অনেকগুলো প্রচলিত অ্যাপ আছে। এই অনেকগুলো অ্যাপ এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় দুটি অ্যাপ হলো ফেসবুক মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ। সারা বিশ্বের বিলয়ন বিলিয়ন মানুষ প্রতিদিন বিলিয়ন মেসেজ এই দুটি অ্যাপ এর দ্বারা করে থাকে। কিন্তু আপনি যদি ঠিক করতে না পারেন যে আপনি কোন অ্যাপটি ইউজ করবেন তাহলে এই আর্টিকেল শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন। তাহলে কিছু আলোচনার মাধ্যমে দেখে নেওয়া যাক ফেসবুক মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ এর মধ্যে কোন অ্যাপটি চ্যাটিং এর জন্য বেটার। WhatsApp vs Facebook Messenger: Which is Better For Chating? কোন প্লাটফর্মটি বেটার সেটা নির্ধারণের জন্য আমরা উভয় প্ল্যাটফর্ম এর ফিচারগুলো এবং সেগুলোর সুবিধা এবং অসুবিধা গুলো নিয়ে আলোচনা করবো। তো প্রথমেই দুটি অ্যাপ এর সাথে বিস্তারিত ভাবে পরিচিত হাওয়া যাক। প্ল্যাটফর্ম সম্পর্কে বিস্তারিত হোয়াটসঅ্যাপ 2009 সালে ইয়াহুর দুজন সাবেক কর্মচারী মিলে হোয়াটসঅ্যাপ তৈরি করে। এটা তৈরি হাওয়ার পর থেকেই একটি মেসেজিং প্লাটফর্ম হিসেবে এর জনপ্রিয়তা বাড়তে থাকে। পরবর্তীতে 2014

কিভাবে ফেসবুক কনভারসেশন পিডিএফ এ কনভার্ট করতে হয়

Image
হোক কোনো অফিশিয়াল কনভারসেশন কিংবা পার্সোনাল কনভারসেশন অনেক সময়ই আমাদের ফেসবুক মেসেঞ্জার এর কোনো কনভারসেশন ব্যাকআপ রাখার প্রয়োজন হয়। যারা কনভারসেশন কিভাবে ব্যাকআপ রাখবেন এরকম কোনো পদ্ধতি খুঁজছেন এই আর্টিকেল তাদের জন্যই। এই আর্টিকেল এ আমি কিভাবে ফেসবুক মেসেঞ্জার এর কনভারসেশন অফলাইনে ব্যাকআপ রাখা যায় সে বিষয়ে আলোচনা করবো। এই একটি কাজ করার জন্য আমি দুটি আলাদা আলাদা পদ্ধতি আলোচনা করবো। 1. পিডিএফ এ কনভার্ট , 2. কনভারসেশন ডাউনলোড। তো দুটি পদ্ধতি সম্পর্কেই বিস্তারিত জানতে ঝাঁপিয়ে পড়ুন পুরো আর্টিকেল পড়ার জন্য। How To Convert Facebook Messenger Conversation As PDF? পিডিএফ এ কনভার্ট করুন কনভারসেশন পিডিএফ এ কনভার্ট করার জন্য আমাদের একটি ওয়েব টু পিডিএফ অ্যাপ লাগবে। প্লেস্টোর এ যতগুলো ওয়েব টু পিডিএফ অ্যাপ আছে তার মধ্যে মাত্র একটি অ্যাপ এই কাজ করতে সক্ষম। অ্যাপটির সাইজ মাত্র চার মেগাবাইট। এই লিংকে গিয়ে প্রথমেই অ্যাপটি ইনস্টল করুন। ইনস্টল করা হলে অ্যাপটি ওপেন করে একটি এড্রেস বার দেখতে পাবেন। অ্যাড্রেস বারে facebook.com লিখে এন্টার করে ফেসবুক এ লগইন করুন। লগইন করার পর উপরের নেভিগেশন মেনু থে

অনলাইনে হাই কোয়ালিটিতে ফটো হোস্ট অথবা শেয়ার করবেন যেভাবে

Image
আমরা যখন সোশাল নেটওয়ার্কিং সাইট গুলোতে ফটো শেয়ার করি তখন সেটা আপলোড এর পর পুরোপুরি ভিন্ন রকম দেখায় এবং সেটার কোয়ালিটি সম্পূর্ণ রূপে লস হয়ে যায়। এটার পিছনে একমাত্র কারণ হলো ফটো কম্প্রেশন। সোশাল মিডিয়া সাইট বা অ্যাপগুলো তাদের স্টোরেজ এর জায়গা বাঁচানোর জন্য এই কাজ করে। আপনি একবার ভেবে দেখুন তারা যদি ফটোগুলো কম্প্রেস করে সাইজে ছোট না করতো তাহলে প্রতিদিন যে পরিমাণে ফটো আপলোড হয় এতে করে তাদের কি পরিমান স্টোরেজ লাগতো। আর এই জন্যই তারা ফটো গুলো অনেক বেশি বা বলতে পারেন আল্ট্রা পরিমাণে কম্প্রেস করে। যদিও এই কম্প্রেশন বাইপাস করার কোনো অপশন নেই। তারপরও এই আর্টিকেল এ আমি কিছু পদ্ধতি নিয়ে আলোচনা করবো যাতে করে আপনারা অনলাইনে হাই কোয়ালিটিতে ফটো হোস্ট অথবা শেয়ার করতে পারেন। তাহলে চলুন ঝাপিয়ে পড়া যাক। How To Host High Quality Photo Online? Share High Quality Photo Online গুগল ফটোস অনলাইনে হাই কোয়ালিটিতে ফটো হোস্ট করার জন্য গুগল ফটোস সেরা সমাধান হতে পারে। গুগল ফটোস একাউন্ট এর সাথে কানেক্ট থাকা ডিভাইসগুলোতে আপলোড করা ইমেজগুলো অটোমেটিক সিঙ্ক করে। আপনাকে জাস্ট ইমেজ প্রাইভেসি পাবলিক করে দিতে হবে

গুগল অ্যাসিস্ট্যান্ট সারা দেবে শুধু মাত্র আপনার ভয়েসে

Image
গুগল অ্যাসিস্ট্যান্ট গুগলের অনেক জনপ্রিয় একটি সার্ভিস। অ্যাসিস্ট্যান্ট কে কমান্ড দিয়ে ফোন চালাতে কে না ভালোবাসে। হেভি ইউজারদের ফোনে 80-100 টা অ্যাপ ইনস্টল করা থাকে। আর এতগুলো অ্যাপ এর মধ্যে দরকারি অ্যাপটি ওপেন করার জন্য খুঁজে বের করা নিশ্চই ঝামেলার। তাই আমরা ফোনের অ্যাপ ওপেন করা থেকে শুরু করে ফ্লাশ লাইট ওপেন করার মত কাজগুলো গুগল অ্যাসিস্ট্যান্ট কে ভয়েস কমান্ড দিয়ে করে থাকি। কিন্তু আমাদের কিছু দুষ্ট বন্ধু থেকেই যায় যারা আমাদের কাজের সময় গুগল অ্যাসিস্ট্যান্ট কে পাশ থেকে কমান্ড দিয়ে আমাদের কাজের ব্যাঘাত ঘটায়। এই রকম পরিস্থিতিতে তো আমরা প্রতিনিয়তই পরে থাকি। তো আপনি যদি এই সমস্যার সমাধান খুঁজেন তাহলে একমাত্র উপায় হলো গুগল অ্যাসিস্ট্যান্ট কে আপনার ভয়েস মডেল দেওয়া। এতে করে গুগল অ্যাসিস্ট্যান্ট আপনার ভয়েস চিনে রাখবে এবং পরবর্তীতে শুধু মাত্র আপনার ভয়েস শুনে সারা দেবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে গুগল অ্যাসিস্ট্যান্টকে আপনার ভয়েস মডেল দিয়ে ট্রেইন করবেন। প্রথমেই আপনার ফোনের সেটিংস ওপেন করে "গুগল সার্ভিস এবং পারফরমেন্স" এ ট্যাপ করুন। এবার সার্ভিসেস থেকে "একাউন্ট সার

অ্যান্ড্রয়েড এর জন্য বেস্ট ফ্রী এন্টিভাইরাস অ্যাপ গুলো

Image
একটি স্মার্টফোন আমাদের জীবনের একটি আবশ্যক অংশ হয়ে দাড়িয়েছে। আগেকার দিনে আমরা আমাদের মোবাইল ফোন গুলো শুধুমাত্র যোগাযোগের জন্যই ব্যবহার করতাম। কিন্তু বর্তমানে আমাদের হাতের স্মার্টফোনটিতে যোগাযোগ ছাড়াও এতে বিভিন্ন দরকারি ডেটা স্টোর করা সহ অনেক পার্সোনাল এবং সেনসিটিভ ডেটা স্টোর করি। আমাদের অত্যন্ত কাছের মানুষও যেটা জানে না আমাদের হাতের স্মার্টফোনটি সেটা জানে। কিন্তু বর্তমানে প্রায়ই বিভিন্ন পার্সোনাল ডেটা লিক এক খবর পাওয়া যায়। কখনো ভেবেছেন কি, কিভাবে এসব ডেটা লিক হয়? কিভাবে আমাদের পার্সোনাল একাউন্ট গুলো হ্যাক হয়? এসবের মুলে অনেক বড় একটি জায়গা দখল করে আছে ভাইরাস এবং ম্যালওয়্যার গুলো। এগুলোই আমাদের ফোনের পার্সোনাল ডাটাগুলো চুরি করে হ্যাকারের কাছে সরবরাহ করে। এছাড়াও ভাইরাস আমাদের ডিভাইসে থাকা অনেক দরকারি ডেটা এনক্রিপ্ট করে দেওয়া, ডিভাইস স্লো করে দেওয়া ছাড়াও অনেক ক্ষতি সাধন করে। আপনি নিশ্চই এ ধরনের ক্ষতির সমুক্ষিন হতে চাইবেন না। তো এ ধরনের ক্ষতি থেকে দূরে থাকতে চাইলে আমাদের যেটা করা উচিত সেটা হলো আমাদের ফোনটি ভাইরাস এবং ম্যালওয়্যারের থেকে দূরে রাখা। এর জন্য আমাদের নিয়মিত ভাবেই

কিভাবে ইনস্টাগ্রাম একাউন্ট ডিলেট অথবা ডিএকটিভ করতে হয়

Image
ইনস্টাগ্রাম ফেসবুকের তৈরি আরেকটি জনপ্রিয় সোশাল ওয়েবসাইট। সবাই এটাকে বেশিরভাগ ক্ষেত্রে ইমেজ এবং ভিডিও দেখার কাজে ইউজ করে। যেহেতু আপনি এই আর্টিকেল ওপেন করেছেন তাই ধরে নিচ্ছি আপনার একটি ইনস্টাগ্রাম একাউন্ট আছে আর আপনি সেটা ডিএকটিভ করতে চান। আর যদি তাই হয় তাহলে সম্পূর্ণ আর্টিকেল পড়ার অনুরোধ রইলো। ইনস্টাগ্রাম একাউন্ট মূলত দুই ভাবে ডিএকটিভ করা যায়। এখানে দুটো পদ্ধতিই দেখানো হবে। টেম্পোরারি ডিএকটিভ পার্মানেন্টলি ডিলেট আমরা স্টেপগুলো ব্রাউজার ইউজ করে কমপ্লিট করবো কেননা ইনস্টাগ্রাম অ্যাপ থেকে করতে হলে আপনাকে বার বার ব্রাউজার ওপেন করতে হবে এবং অ্যাপ ওপেন করতে হবে। তাই আমি কাজগুলো ব্রাউজার ইউজ করে করবো। আপনাদেরও ব্রাউজার ইউজ করে করার জন্য রেকমেন্ড করলাম।  টেম্পোরারি ডিএকটিভ প্রথমেই একটি ব্রাউজার থেকে ইনস্টাগ্রামে লগইন করুন। এবার নিচের নেভিগেশন বারে থাকা প্রোফাইল আইকন এ ক্লিক করুন এবং প্রোফাইলে প্রবেশ করার পর এডিট প্রোফাইল সিলেক্ট করুন। পরবর্তী পেজে নিচের দিকে স্ক্রল করে Temporarily Disable Account সিলেক্ট করুন।  এবার একাউন্ট ডিসেবল করার কারণ সিলেক্ট করে আপনার পাসওয়ার্ড দিয়ে Temporarily Dis

ফেসবুক মেসেঞ্জার থেকে একাউন্ট লগ আউট করতে হয় কিভাবে

Image
বর্তমানে সোশাল চ্যাটিং অ্যাপগুলোর মধ্যে ফেসবুক মেসেঞ্জার অন্যতম। প্রাইভেট চ্যাটিং গ্রুপ চ্যাটিং ভিডিও চ্যাটিং সবকিছুর জন্যই ফেসবুক মেসেঞ্জার অনেক জনপ্রিয়। ফেসবুক মেসেঞ্জার এর অনেক সুবিধার মধ্যে একটি অসুবিধা হলো এটা থেকে সরাসরি একাউন্ট লগআউট করা যায় না। এতে একাধিক একাউন্ট যুক্ত করা থাকলে তবেই সাইন আউট থাকা একাউন্টটি রিমুভ করা যায়। আর আপনার মেসেঞ্জার এ যদি একটি মাত্র একাউন্ট লগইন করা থাকে আর আপনি যদি সেটা লগআউট করতে চান তাহলে আপনাকে ম্যানুয়ালি সেটা লগআউট করতে হবে। তাহলে দেখে নেওয়া যাক কিভাবে ফেসবুক মেসেঞ্জার থেকে একাউন্ট লগআউট করা যায়। আমরা দুই ভাবে মেসেঞ্জার থেকে একাউন্ট লগআউট করতে পারি, সেটিংস থেকে অ্যাপ এর ডেটা ক্লিয়ার করে ফেসবুক অ্যাপ দিয়ে 1. সেটিংস থেকে অ্যাপ এর ডেটা ক্লিয়ার করে এটা সব থেকে সহজ এবং শর্ট পদ্ধতি। এই পদ্ধতিতে একাউন্ট লগআউট করার জন্য আপনাকে মেসেঞ্জার অ্যাপ এর স্টোরেজ এবং ক্যাশ ফাইল ক্লিয়ার করে দিতে হবে। এই পদ্ধতিতে একাউন্ট লগআউট করার জন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন। প্রথমেই আপনার ফোনের সেটিংস ওপেন করে "Apps & notifications" এ প্রবেশ করুন। এবার "S